হৃদয়ের ভগবান - এল আর বি - স্বপ্ন - আইয়ুব বাচ্চু
ঐ যে দুরে
গোধুলি লগ্ন
ডাকছে
আপন
করে
বলেছ
আমার
কাঁদছো
কেন
বোকার
মতন
করে?
এখনো যদি জীবন নিয়ে সংশয় থাকে মনে
এখনো যদি জীবন নিয়ে সংশয় থাকে মনে
কেমন
করে
আত্মতৃপ্তি ফুলে ফুলময় হবে
কেন
(কাঁদছ
কেন) || কেন?
***
নিজের
কাছে
প্রশ্ন
করো আছো তুমি
কেমন
উত্তর আছে বুকের দেশে
উত্তর আছে বুকের দেশে
তোমার
ইচ্ছে
মতন
এখনো
যদি
জীবন
নিয়ে সংশয় থাকে
মনে
কেমন
করে
আত্মতৃপ্তি ফুলে ফুলময়
হবে
কেন
(কাঁদছ
কেন) || কেন?
***
বলছি
তাদের
শুনছো
যারা
আমাদের
এই
গান
একটুখানি
খুঁজলে
পাবে হৃদয়ে ভগবান
এখনো
যদি
জীবন
নিয়ে সংশয় থাকে
মনে
কেমন
করে
আত্মতৃপ্তি ফুলে ফুলময়
হবে
কেন
(কাঁদছ
কেন) || কেন?
ঐ যে দুরে
গোধুলি লগ্ন
ডাকছে
আপন
করে
বলেছ
আমার
কাঁদছো
কেন
বোকার
মতন
করে?
এখনো যদি জীবন নিয়ে সংশয় থাকে মনে
এখনো যদি জীবন নিয়ে সংশয় থাকে মনে
কেমন
করে
আত্মতৃপ্তি ফুলে ফুলময় হবে
কেন
(কাঁদছ
কেন) || কেন?
Uploaded By:
Aawvi
Pls.
subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment