Wednesday, January 1, 2020

হাসরের ময়দানে - আইয়ুব বাচ্চু - ময়না - আইয়ুব বাচ্চু

হাসরের ময়দানে - আইয়ুব বাচ্চু - ময়না - আইয়ুব বাচ্চু
***
(হাসরের ময়দানে
কারো মাফ মিলবে না) ||
দোজখের দরজাতে
নেকীদের যেতে হবে না
হাসরের ময়দানে কারো মাফ মিলবে না
***
(কোরআনেতে আছে লিখা
কইরো নাকো পাপ) ||
(ভুল যদি কইরা থাকো
চাইয়া নিয়ো মাফ) ||
না চাইলে আল্লাহ তাআলা
মাফ করবো নারে আর
হাসরের ময়দানে কারো মাফ মিলবে না
***
(রোজা রাখো নামাজ পড়
লও আল্লাহর নাম) ||
(ভুল যদি কইরা থাকো
চাইয়া নিয়ো মাফ) ||
না চাইলে আল্লাহ তাআলা
মাফ করবো নাগো আর
(হাসরের ময়দানে
কারো মাফ মিলবে না) ||
দোজখের দরজাতে
নেকীদের যেতে হবে না
(হাসরের ময়দানে
কারো মাফ মিলবে না) ||
 


Uploaded By: Aawvi
Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs
 

No comments:

Post a Comment