Wednesday, January 1, 2020

বৃষ্টির রিমঝিম - আইয়ুব বাচ্চু - ময়না - আইয়ুব বাচ্চু

বৃষ্টির রিমঝিম - আইয়ুব বাচ্চু - ময়না - আইয়ুব বাচ্চু
***
বৃষ্টির রিমঝিম ছন্দে
একা জেগে আছি আমি
কতনা তোমায় ভাবি
ভাবো কি আমায় তুমি
বৃষ্টির রিমঝিম ছন্দে হায়
***
(আমার হৃদয়ও জুড়ে
তোমার কবিতা আজও) ||
বারে বারে ফিরে আসে
শুধু আজ তুমি নেই পাশে হো-
বৃষ্টির রিমঝিম ছন্দে হায়
***
(আমার প্রতিটি সুরে
তোমার কথারও ছোঁয়া) ||
মিশে গেছে বারে বারে
শুধু আজ তুমি গেছো হারিয়ে হো-
বৃষ্টির রিমঝিম ছন্দে
একা জেগে আছি আমি
কতনা তোমায় ভাবি
ভাবো কি আমায় তুমি
বৃষ্টির রিমঝিম ছন্দে হায়

Uploaded By: Aawvi
Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment