যখন কখনো - এল আর বি - ঘুমন্ত শহরে - আইয়ুব বাচ্চু
***
যখন কখনও আমি
নেই
সাময়ের ব্যাস্ততা ঠিকই আছে
যখন কখনও তুমি নেই
জীবন যেন জমে থাকা বরফে
(যখন তুমি আমি কেউ নেই
পৃথিবী বেঁচে শুধু গতির আবেগেই) ||
যখন অনুভতি সব হারানো
তবুও শব্দহীন হৃদয় থাকে
যখন ঘুম গুলো সব পালানো
স্বপ্ন গুলো ঠিকই জেগে আছে
(যখন তাই সুখের রঙধনু জাগে
আঁধার নামে কারও আকাশে) ||
***
যখন কখনও হয় নতুন প্রেম
পুরোনো ঘৃণাও যেন ফিরে আসে
যখন সবাই শুধু দুঃখে ভাসে
সুখ তখনো জীবনকে ডাকে
(যখন তাই সবাই ঘরে ফেরে
কেউ একজন শুধু ঘর ছাড়ে) ||
যখন আমার সবই আছে
তখন আমার কিছু নেই
যখন আমার কিছুই নেই
তখন আমার সবই আছে
সাময়ের ব্যাস্ততা ঠিকই আছে
যখন কখনও তুমি নেই
জীবন যেন জমে থাকা বরফে
(যখন তুমি আমি কেউ নেই
পৃথিবী বেঁচে শুধু গতির আবেগেই) ||
যখন অনুভতি সব হারানো
তবুও শব্দহীন হৃদয় থাকে
যখন ঘুম গুলো সব পালানো
স্বপ্ন গুলো ঠিকই জেগে আছে
(যখন তাই সুখের রঙধনু জাগে
আঁধার নামে কারও আকাশে) ||
***
যখন কখনও হয় নতুন প্রেম
পুরোনো ঘৃণাও যেন ফিরে আসে
যখন সবাই শুধু দুঃখে ভাসে
সুখ তখনো জীবনকে ডাকে
(যখন তাই সবাই ঘরে ফেরে
কেউ একজন শুধু ঘর ছাড়ে) ||
যখন আমার সবই আছে
তখন আমার কিছু নেই
যখন আমার কিছুই নেই
তখন আমার সবই আছে
Uploaded By:
Aawvi
Pls.
subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment