Sunday, January 5, 2020

যখন কখনো - এল আর বি - ঘুমন্ত শহরে - আইয়ুব বাচ্চু

যখন কখনো - এল আর বি - ঘুমন্ত শহরে - আইয়ুব বাচ্চু
***
যখন কখনও আমি নেই
সাময়ের ব্যাস্ততা ঠিকই আছে
যখন কখনও তুমি নেই
জীবন যেন জমে  থাকা বরফে
(যখন তুমি আমি কেউ নেই
পৃথিবী বেঁচে শুধু গতির আবেগেই) ||
যখন অনুভতি সব হারানো
তবুও শব্দহীন হৃদয় থাকে
যখন ঘুম গুলো সব পালানো
স্বপ্ন গুলো ঠিকই জেগে আছে
(যখন তাই সুখের রঙধনু জাগে
আঁধার নামে কারও আকাশে) ||
***
যখন কখনও হয় নতুন প্রেম
পুরোনো ঘৃণাও যেন ফিরে আসে
যখন সবাই শুধু দুঃখে ভাসে
সুখ তখনো জীবনকে ডাকে
(যখন তাই সবাই ঘরে ফেরে
কেউ একজন শুধু ঘর ছাড়ে) ||
যখন আমার সবই আছে
তখন আমার কিছু নেই
যখন আমার কিছুই নেই
তখন আমার সবই আছে


Uploaded By: Aawvi
Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment