জেগে আছি একা - আইয়ুব বাচ্চু - কষ্ট - আইয়ুব বাচ্চু
***
(ওই
রাত ঘুমালো, ওই
চাঁদ ঘুমালো
নিভে গেছে একে একে সব আলো) ||
আমি জেগে আছি একা
ঘুম নেই চোখে, ঘুম নেই চোখে
এ জীবন আমার এলোমেলো
ওই রাত ঘুমালো, ওই চাঁদ ঘুমালো
নিভে গেছে একে একে সব আলো
নিভে গেছে একে একে সব আলো) ||
আমি জেগে আছি একা
ঘুম নেই চোখে, ঘুম নেই চোখে
এ জীবন আমার এলোমেলো
ওই রাত ঘুমালো, ওই চাঁদ ঘুমালো
নিভে গেছে একে একে সব আলো
***
নিশ্চুপ রাত কাটে একা নীরবে
অসহ্য কষ্টে ঝড় উঠে বুকে
দুঃখ গড়িয়ে পড়ে শুধু দু'চোখ বেয়ে
আসে নাতো ঘুম, শুধু যায় ফাঁকি দিয়ে
আমি জেগে আছি একা
ঘুম নেই চোখে, ঘুম নেই চোখে
এ জীবন আমার এলোমেলো
ওই রাত ঘুমালো, ওই চাঁদ ঘুমালো
নিভে গেছে একে একে সব আলো
নিশ্চুপ রাত কাটে একা নীরবে
অসহ্য কষ্টে ঝড় উঠে বুকে
দুঃখ গড়িয়ে পড়ে শুধু দু'চোখ বেয়ে
আসে নাতো ঘুম, শুধু যায় ফাঁকি দিয়ে
আমি জেগে আছি একা
ঘুম নেই চোখে, ঘুম নেই চোখে
এ জীবন আমার এলোমেলো
ওই রাত ঘুমালো, ওই চাঁদ ঘুমালো
নিভে গেছে একে একে সব আলো
***
ফুরাবে রাত জানি
আলো আসবে
নিঝুম স্বপ্নেরা ফিরে যাবে নীড়ে
ঘুম ভেঙে ব্যস্ততা জেগে উঠবে
শুধু দুঃখ আমার কাছে আসে বারে বারে
নিঝুম স্বপ্নেরা ফিরে যাবে নীড়ে
ঘুম ভেঙে ব্যস্ততা জেগে উঠবে
শুধু দুঃখ আমার কাছে আসে বারে বারে
আমি জেগে আছি
একা
ঘুম নেই চোখে, ঘুম নেই চোখে
এ জীবন আমার এলোমেলো
(ওই রাত ঘুমালো, ওই চাঁদ ঘুমালো
নিভে গেছে একে একে সব আলো) ||
ঘুম নেই চোখে, ঘুম নেই চোখে
এ জীবন আমার এলোমেলো
(ওই রাত ঘুমালো, ওই চাঁদ ঘুমালো
নিভে গেছে একে একে সব আলো) ||
আমি জেগে আছি
একা
ঘুম নেই চোখে, ঘুম নেই চোখে
এ জীবন আমার এলোমেলো
ওই রাত ঘুমালো, ওই চাঁদ ঘুমালো
নিভে গেছে একে একে সব আলো
ঘুম নেই চোখে, ঘুম নেই চোখে
এ জীবন আমার এলোমেলো
ওই রাত ঘুমালো, ওই চাঁদ ঘুমালো
নিভে গেছে একে একে সব আলো
Uploaded By:
Aawvi
Pls.
subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment