Wednesday, January 1, 2020

স্মৃতি নিয়ে - এল আর বি - ২ - আইয়ুব বাচ্চু

স্মৃতি নিয়ে - এল আর বি - ২ - আইয়ুব বাচ্চু
***
(আমি যাবো চলে দূরে বহুদূরে
গান শুধু রবে আমার স্মৃতি নিয়ে) ||
শালা লা লা
***
(বুকে কত জ্বালা ছিলো যে আমার
মনে কত কথা ছিলো যে বলার) ||
বুঝেও বুঝলো না শুনেও শুনলো না
এই মনে কত ব্যাথা
শালা লা লা
***
(কত আশা ছিলো বেঁচে থাকার
বেঁচে থাকা বুঝি হলো না আমার) ||
মনে রেখো আমাকে সারাদিন সারাবেলা
ভুলে কভু যেও না
শালা লা লা
(আমি যাবো চলে দূরে বহুদূরে
গান শুধু রবে আমার স্মৃতি নিয়ে) ||
শালা লা লা


Uploaded By: Aawvi
Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment