ওরে কে বলেরে - আইয়ুব বাচ্চু - ময়না - আইয়ুব বাচ্চু
***
(ওরে
কে বলেরে) ||
আমার দুঃখের দুঃখী
নাই) ||
আমার দুঃখে আকাশ কান্দে
সে যে শ্রাবণ হইয়া ঝরে রে
তবু কে বলেরে আমার দুঃখের দুঃখী নাই
***
(আমার দুঃখ জ্বালায় মোরে
আমার দুঃখে আকাশ কান্দে
সে যে শ্রাবণ হইয়া ঝরে রে
তবু কে বলেরে আমার দুঃখের দুঃখী নাই
***
(আমার দুঃখ জ্বালায় মোরে
আরও জ্বলে তারা
সে যে জ্বলে জ্বলে মরে
সে যে জ্বলে জ্বলে মরে
আমার এ জ্বালায়) ||
তবু কে বলেরে
ওরে কে বলেরে আমার দুঃখের দুঃখী নাই
***
(বনের ককিল ডাকে কেন
সেকি তুমি জানো
তার সুরে বাজে আমার বিরহেরই গান) ||
তবু কে বলেরে
ওরে কে বলেরে আমার দুঃখের দুঃখী নাই
কে বলেরে আমার দুঃখের দুঃখী নাই
তবু কে বলেরে
ওরে কে বলেরে আমার দুঃখের দুঃখী নাই
***
(বনের ককিল ডাকে কেন
সেকি তুমি জানো
তার সুরে বাজে আমার বিরহেরই গান) ||
তবু কে বলেরে
ওরে কে বলেরে আমার দুঃখের দুঃখী নাই
কে বলেরে আমার দুঃখের দুঃখী নাই
আমার দুঃখে আকাশ
কান্দে
সে যে শ্রাবণ হইয়া ঝরে রে
সে যে শ্রাবণ হইয়া ঝরে রে
তবু কে বলেরে
আমার দুঃখের দুঃখী নাই
কে বলেরে আমার দুঃখের দুঃখী নাই
আমার দুঃখে আকাশ
কান্দে
সে যে শ্রাবণ হইয়া ঝরে রে
সে যে শ্রাবণ হইয়া ঝরে রে
তবু কে বলেরে
আমার দুঃখের দুঃখী নাই
কে বলেরে আমার দুঃখের দুঃখী নাই
কে বলেরে আমার দুঃখের দুঃখী নাই
Uploaded By: Aawvi
Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment