Wednesday, January 1, 2020

কাল সারারাত - আইয়ুব বাচ্চু - ময়না - আইয়ুব বাচ্চু

কাল সারারাত - আইয়ুব বাচ্চু - ময়না - আইয়ুব বাচ্চু
***
(কাল সারারাত তোমারি কাকন যেন
কানে কানে রিনিঝিনি বেজেছে
আমাকে ডেকে ডেকে রাত্রির নিশিতে
তোমারও ভালবাসার
আবিরে মেখেছে) ||
***
(কুহেলী ক্রন্দনে ভোরের বাতাসে
তোমারি এই ছবি এই মনে আসে) ||
(সব কিছু ভুলিয়ে মন মাঝে মিশেছে) ||
আমাকে ডেকে ডেকে রাত্রির নিশিতে
তোমারও ভালবাসার
আবিরে মেখেছে
***
(নীলিমার নীল রঙে মেখে আমাকে
সাজালে কি অরুপ সাজে আমাকে) ||
(সব কিছু ভুলিয়ে মন মাঝে মিশেছে) ||
আমাকে ডেকে ডেকে রাত্রির নিশিতে
তোমারই ভালবাসার
আবিরে মেখেছে
কাল সারারাত তোমারি কাকন যেন
কানে কানে রিনিঝিনি বেজেছে
আমাকে ডেকে ডেকে রাত্রির নিশিতে
তোমারও ভালবাসার
আবিরে মেখেছে

Uploaded By: Aawvi
Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment