Sunday, January 5, 2020

মাত্র ১০ দিন - এল আর বি - ঘুমন্ত শহরে - আইয়ুব বাচ্চু

মাত্র ১০ দিন - এল আর বি - ঘুমন্ত শহরে - আইয়ুব বাচ্চু
***
{(আর মাত্র দশ দিন বাকি
তোমার আমার দেখা হবার) ||
মধ্যে খানের সময় গুলো ভালবাসার সীমানা ছাড়িয়ে, সীমানা ছাড়িয়ে} ||
***
(ঘণ্টা মোটে রয়েছে হাতে
দুইশ এবং আরও চল্লিশ) ||
ততক্ষণ জানি একাকি থাকবে
আমাদের প্রিয় রাতের বালিশ
মধ্যে খানের সময় গুলো ভালবাসার সীমানা ছাড়িয়ে, সীমানা ছাড়িয়ে
***
(দুদিকে বসে দু জন আমরা
অধীর হয়ে প্রহর গুনি) ||
আমার ঘড়ির হয়েছে অসুখ
আলসামি করে বাড়াবাড়ি
মধ্যে খানের সময় গুলো ভালবাসার সীমানা ছাড়িয়ে, সীমানা ছাড়িয়ে
(আর মাত্র দশ দিন বাকি
তোমার আমার দেখা হবার) ||
মধ্যে খানের সময় গুলো ভালবাসার সীমানা ছাড়িয়ে, সীমানা ছাড়িয়ে


Uploaded By: Aawvi
Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment