Sunday, January 5, 2020

১০০টা স্বপ্ন - আইয়ুব বাচ্চু - কষ্ট - আইয়ুব বাচ্চু

১০০টা স্বপ্ন - আইয়ুব বাচ্চু - কষ্ট - আইয়ুব বাচ্চু
***
(পরিতেক্ত ডায়রিতে
পরে আছে ১০০ টা গান) ||
যেন ধুলো মাখা টেবিলে বিষণ্ণ খেয়ালে
১০০ টা রাত্রি ১০০ টা স্বপ্ন
১০০ টা রাত্রি ১০০ টা গান
ভেঙে চুড়ে গেলো
***
(চারিদিকে হতাশা
সুখের নেই কোন চিহ্ন) ||
তবুও বেদনার কবিতা নিয়ে
স্বপ্নে দিন কাটে এখনও
১০০ টা রাত্রি ১০০ টা স্বপ্ন
১০০ টা রাত্রি ১০০ টা গান
ভেঙে চুড়ে গেলো
***
(ভালবাসা বিবাগী
বিরহ বয় বুক চিরে) ||
তবুও জীবন দুঃখ নিয়ে
তাকায় সময় আশার তীরে
১০০ টা রাত্রি ১০০ টা স্বপ্ন
১০০ টা রাত্রি ১০০ টা গান
ভেঙে চুড়ে গেলো
(পরিতেক্ত ডায়রিতে
পরে আছে ১০০ টা গান) ||
যেন ধুলো মাখা টেবিলে বিষণ্ণ খেয়ালে
১০০ টা রাত্রি ১০০ টা স্বপ্ন
১০০ টা রাত্রি ১০০ টা গান
ভেঙে চুড়ে গেলো


Uploaded By: Aawvi
Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs
 

No comments:

Post a Comment