আড্ডা - এল আর বি - ২ - আইয়ুব বাচ্চু
***
{(তিন বেলা আড্ডা
বাড়ি ফিরি রাত ১২ টায়) ||
(লিখাপড়া বাদ দিয়ে
হয়ে আছি ভবঘুরে) ||
লোকে বলে গেছি গোল্লায়
লোকে বলে গেছি গোল্লায়
(আড্ডা আড্ডা আড্ডা) |V} ||
***
***
(কত জুতো ক্ষয়ে গেছে মামা নেই বলে
সব আশা মুছে গেছে চোখেরও জলে) ||
(আজ ভাবনাহীন
সব আশা মুছে গেছে চোখেরও জলে) ||
(আজ ভাবনাহীন
যায় কেটে যায় দিন) ||
বেচে আছি বাবা মার করুনায়
(আড্ডা আড্ডা আড্ডা) |V
বেচে আছি বাবা মার করুনায়
(আড্ডা আড্ডা আড্ডা) |V
***
(আজ চা সিগারেটে চোখ দুটো জ্বলে
সব ব্যাথা হতাশাতে মন যায় ভুলে) ||
(আমি আছি আশাহীন
গুনিব শুধু দিন) ||
কবে দিবে বিধাতায় একটু সুখ
(আড্ডা আড্ডা আড্ডা) |V
(আজ চা সিগারেটে চোখ দুটো জ্বলে
সব ব্যাথা হতাশাতে মন যায় ভুলে) ||
(আমি আছি আশাহীন
গুনিব শুধু দিন) ||
কবে দিবে বিধাতায় একটু সুখ
(আড্ডা আড্ডা আড্ডা) |V
(তিন বেলা আড্ডা
বাড়ি ফিরি রাত ১২ টায়) ||
(লিখাপড়া বাদ দিয়ে
হয়ে আছি ভবঘুরে) ||
লোকে বলে গেছি গোল্লায়
লোকে বলে গেছি গোল্লায়
(আড্ডা আড্ডা আড্ডা) |V
Uploaded By:
Aawvi
Pls.
subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment