কেন তুমি - এল আর বি - ১ - আইয়ুব বাচ্চু
***
{(কেন
তুমি হাসালে কেন তুমি কাদালে
এ যে কেমন রীতি ও আমার পৃথিবী) ||
(এ যে ভীষণ জ্বালা) ||} ||
***
(বেচে মরে থাকা আর
এ যে কেমন রীতি ও আমার পৃথিবী) ||
(এ যে ভীষণ জ্বালা) ||} ||
***
(বেচে মরে থাকা আর
মরে বেচে যাওয়াতে নেই
কোন মিল
যেন রাত আর দিন নেই কোন মিল) ||
বেচে মরে থাকাতে
যেন রাত আর দিন নেই কোন মিল) ||
বেচে মরে থাকাতে
চাওয়া পাওয়া থাকে
বলে হতাশা থাকে
আর মরে বেচে যাওয়াতে
আর মরে বেচে যাওয়াতে
পরাজয় থাকে বলে
সৃতি থাকে
(কেন
তুমি হাসালে কেন তুমি কাদালে
এ যে কেমন রীতি ও আমার পৃথিবী) ||
(এ যে ভীষণ জ্বালা) ||
***
(পিছু ফিরে দেখা আর
এ যে কেমন রীতি ও আমার পৃথিবী) ||
(এ যে ভীষণ জ্বালা) ||
***
(পিছু ফিরে দেখা আর
এগিয়ে চলাতে নেই কোন
মিল
যেন রাত আর দিন নেই কোন মিল) ||
পিছু ফিরে চেয়ে দেখি
যেন রাত আর দিন নেই কোন মিল) ||
পিছু ফিরে চেয়ে দেখি
কতনা অতীত পড়ে
আছে
আর এগিয়ে চলে দেখি
আর এগিয়ে চলে দেখি
পৃথিবীতে কি হতে
আর বাকী আছে
(কেন
তুমি হাসালে কেন তুমি কাদালে
এ যে কেমন রীতি ও আমার পৃথিবী) ||
(এ যে ভীষণ জ্বালা) ||
এ যে কেমন রীতি ও আমার পৃথিবী) ||
(এ যে ভীষণ জ্বালা) ||
Uploaded By:
Aawvi
Pls.
subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment