সুখী ছেলে - এল আর বি - ঘুমন্ত শহরে - আইয়ুব বাচ্চু
{(ঘরছাড়া
এক সুখী ছেলে
আনমনে আজ এই ক্ষণে) ||
(চলে যাবে দূরে কোঁথাও
ঠিকানাগুলো ছিঁড়ে ফেলে) ||} ||
***
(ইচ্ছে ছিলো এই ছোট মনে
সবার চাওয়া বুকে নিয়ে
আনমনে আজ এই ক্ষণে) ||
(চলে যাবে দূরে কোঁথাও
ঠিকানাগুলো ছিঁড়ে ফেলে) ||} ||
***
(ইচ্ছে ছিলো এই ছোট মনে
সবার চাওয়া বুকে নিয়ে
দুঃখ গুলো সুখ
বানিয়ে
সবার মাঝে ছড়িয়ে
দেবে) ||
(ছুঁয়ে যাবে সুদুর আকাশ
একদিন সেই জীবনের) ||
***
(ছেলেটি আজ বড় হয়ে
অবাক চোখে তাকিয়ে দেখে
যত সুখ দু’হাতে জড়িয়ে
একা হল সে এই জীবনে) ||
চাওয়া গুলো পাওয়া হয়ে
সবাই গেছে হারিয়ে
(ছুঁয়ে যাবে সুদুর আকাশ
একদিন সেই জীবনের) ||
***
(ছেলেটি আজ বড় হয়ে
অবাক চোখে তাকিয়ে দেখে
যত সুখ দু’হাতে জড়িয়ে
একা হল সে এই জীবনে) ||
চাওয়া গুলো পাওয়া হয়ে
সবাই গেছে হারিয়ে
ঘরছাড়া এক সুখী
ছেলে
আনমনে আজ এই ক্ষণে
আনমনে আজ এই ক্ষণে
Uploaded By:
Aawvi
Pls.
subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment