Wednesday, January 1, 2020

প্রভু - এল আর বি - ১ - আইয়ুব বাচ্চু


প্রভু - এল আর বি - ১ - আইয়ুব বাচ্চু
***
প্রভু আমাদের শক্তি দাও
প্রভুআমাদের মুক্তি দাও
***
প্রভু আমাদের (শক্তি দাও) |||
প্রভু আমাদের (শক্তি দাও) |||
না হয় আমাদের (মুক্তি দাও) |||
এই অতি পুরনো জীবন ধারাকে তুমি বদলে দাও, বদলে দাও, বদলে দাও
এই আস্থিরতা থেকে আমাদের প্রভু তুমি মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও
প্রভু তুমি সুন্দর প্রভু তুমি সত্যি
প্রভু তুমি প্রেরণার আলো আনো মুক্তি
***
(মানুষে মানুষে আজ হানাহানি খুনোখুনি
সন্ত্রাস সাবাস সাবাস) ||
সন্ত্রাস সাবাস সাবাস
সব দিশেহারা মানুষে দল
বড় ক্লান্ত অশান্ত এই পৃথিবী
নেমেছে রক্তের ঢল
এই অতি পুরনো জীবন ধারাকে তুমি বদলে দাও, বদলে দাও বদলে দাও
প্রভু তুমি সুন্দর প্রভু তুমি সত্যি
প্রভু তুমি প্রেরণার আলো আনো মুক্তি
***
(খুন করে খুনিরা পালিয়ে বেড়ায়
পড়ে থাকে লাশ সন্ত্রাস সাবাস সাবাস) ||
সন্ত্রাস সাবাস সাবাস
সব দিশেহারা মানুষে দল
বড় ক্লান্ত অশান্ত এই পৃথিবী
নেমেছে রক্তের ঢল
এই অতি পুরনো জীবন ধারাকে তুমি বদলে দাও, বদলে দাও বদলে দাও
প্রভু তুমি সুন্দর প্রভু তুমি সত্যি
প্রভু তুমি প্রেরণার আলো আনো মুক্তি
প্রভু আমাদের (শক্তি দাও) |||
প্রভু আমাদের (শক্তি দাও) |||
না হয় আমাদের (মুক্তি দাও) |||
এই অতি পুরনো জীবন ধারাকে তুমি বদলে দাও, বদলে দাও, বদলে দাও
এই আস্থিরতা থেকে আমাদের প্রভু তুমি মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও
প্রভু তুমি সুন্দর প্রভু তুমি সত্যি
প্রভু তুমি প্রেরণার আলো আনো মুক্তি


Uploaded By: Aawvi
Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs


No comments:

Post a Comment