Wednesday, January 1, 2020

সবাই চলে যায় - এল আর বি - ১ - টুটুল

সবাই চলে যায় - এল আর বি - - টুটুল
***
{(সবাই চলে যায়, স্মৃতি রেখে যায়
তবু জীবন চলে যায়)||
(কেউ দুঃখ দিয়ে যায়
কেউ দুঃখ নিয়ে যায়
কেউ দুঃখ পেয়ে নিজেরে কাদায়) ||} ||
***
(কত না লোকে আমায় দুঃখ দিয়েছে
আমিও না বুঝে কত দুঃখ দিয়েছি) ||
এই জীবনে সুখে দুখে
বেঁচে থাকাই হলো শুধু
(কেউ দুঃখ দিয়ে যায়
কেউ দুঃখ নিয়ে যায়
কেউ দুঃখ পেয়ে নিজেরে কাদায়) ||
***
(আশা নিয়ে বেঁচে থাকা এই সব দিন
স্মৃতি কথা হয়ে যাবে কোন একদিন) ||
আশায়ই জীবন ভেবে ভেবে
বেঁচে থাকাই হলো শুধু
(কেউ দুঃখ দিয়ে যায়
কেউ দুঃখ নিয়ে যায়
কেউ দুঃখ পেয়ে নিজেরে কাদায়) ||
(সবাই চলে যায়, স্মৃতি রেখে যায়
তবু জীবন চলে যায়)||
(কেউ দুঃখ দিয়ে যায়
কেউ দুঃখ নিয়ে যায়
কেউ দুঃখ পেয়ে নিজেরে কাদায়) ||


Uploaded By: Aawvi
Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment