১৯ কিংবা কুড়ি - এল আর বি - তবুও - আইয়ুব বাচ্চু
***
(দেয়াল ঘড়িতে এগারোটা বেজে কুঁড়ি
জানালার কাছে রাত জাগে একা
জানালার কাছে রাত জাগে একা
ঊর্মিলা চৌধুরী) ||
(উপন্যাসের পাতায় যখন
এই কথাগুলো পড়ি
তখন আমার বয়স হয়তো
তখন আমার বয়স হয়তো
১৯ কিংবা কুঁড়ি) ||
***
(মনে আছে আজো সেই নায়িকার ব্যথা
ঢেউ তুলেছিলো আমার তরুণ প্রাণে) ||
আমার রাতের ঘুম করেছিল চুরি
তখন আমার বয়স হয়তো
***
(মনে আছে আজো সেই নায়িকার ব্যথা
ঢেউ তুলেছিলো আমার তরুণ প্রাণে) ||
আমার রাতের ঘুম করেছিল চুরি
তখন আমার বয়স হয়তো
১৯ কিংবা কুঁড়ি
***
(জানিনা কোথায় হারিয়ে গিয়েছে
***
(জানিনা কোথায় হারিয়ে গিয়েছে
সেই কাব্যের কবি
আর উপন্যাসের নায়িকা
আর উপন্যাসের নায়িকা
সেই যে ঊর্মিলা
চৌধুরী) ||
***
(মনে পড়ে নাতো সেই গল্পের শেষে
কি যে ঘটেছিলো সেই রাত অবসানে) ||
(ঘড়ির কাঁটার পথ দিয়েছিলো পাড়ি) ||
***
(মনে পড়ে নাতো সেই গল্পের শেষে
কি যে ঘটেছিলো সেই রাত অবসানে) ||
(ঘড়ির কাঁটার পথ দিয়েছিলো পাড়ি) ||
তখন আমার বয়স হয়ত
১৯ কিংবা কুঁড়ি
(দেয়াল ঘড়িতে এগারোটা বেজে কুঁড়ি
জানালার কাছে রাত জাগে একা
জানালার কাছে রাত জাগে একা
ঊর্মিলা চৌধুরী) ||
উপন্যাসের পাতায় যখন
এই কথাগুলো পড়ি
তখন আমার বয়স হয়তো
তখন আমার বয়স হয়তো
১৯ কিংবা কুঁড়ি
Uploaded By:
Aawvi
Pls.
subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment