Saturday, January 4, 2020

দুখিনী - এল আর বি - তবুও - আইয়ুব বাচ্চু

দুখিনী - এল আর বি - তবুও - আইয়ুব বাচ্চু
***
দুঃখিনী আমার তোমার মলিন হাতে
দুঃখের শুকনো মালা  
আমার হৃদয়ে সাজাও
তবুও তুমি সুখে থাকো  
প্রতিদিন প্রতিরাতে
তবুও তুমি ভালোবাসো  
নিষ্প্রাণ এই আমাকে
***
দুঃখিনী আমার তোমার নয়ন থেকে
বিষাদের নীল নদী
আমার দু'চোখে ছোয়াও
তবুও তুমি শুধু হাসো
প্রতিটি কথার ফাঁকে
তবুও তুমি ভালোবাসো
ফেলে আসা এই আমাকে
***
দুঃখিনী আমার
বুক জোড়া বোবা ব্যথা
চিৎকার করে তুমি ভন্ড আমায় শোনাও
তবুও তুমি বেঁচে থাকো
হাসি গান কবিতাতে
তবুও তুমি ভালোবাসো
এলোমেলো এই আমাকে


Uploaded By: Aawvi
Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment