Wednesday, January 1, 2020

তুমি ছিলে - এল আর বি - ১ - আইয়ুব বাচ্চু

তুমি ছিলে - এল আর বি - - আইয়ুব বাচ্চু
***
(কি জানি কি এক দিন ছিল
ঘাসেরও দোলায় ফুল ছিল
এলিয়ে চুল তুমি ছিলে
কি জানি কি এক দিন ছিল) ||
(তুমি ছিলে আমি ছিলাম
তুমি নেই আমি নেই) ||
***
(পায়ে পায়ে পথও চলা
গিটার দিয়ে সুর তোলা
গান নিয়ে মাতামাতি
কখন যে চুপ করে) || নামতো সন্ধ্যা
কি জানি কি এক দিন ছিল
ঘাসেরও দোলায় ফুল ছিল
এলিয়ে চুল তুমি ছিলে
কি জানি কি এক দিন ছিল
(তুমি ছিলে আমি ছিলাম
তুমি নেই আমি নেই) ||
***
(ছোট ছোট কত কথা
যেন এক রুপকথা
মেঘে হেসে ছায়া দিত
প্রতি রাত যেন ছিল) || চাদের আলো
(কি জানি কি এক দিন ছিল
ঘাসেরও দোলায় ফুল ছিল
এলিয়ে চুল তুমি ছিলে
কি জানি কি এক দিন ছিল) ||
তুমি ছিলে আমি ছিলাম
তুমি নেই আমি নেই
তুমি ছিলে আমি ছিলাম
তুমি নেই আমি নেই



Uploaded By: Aawvi
Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs


No comments:

Post a Comment