Wednesday, January 1, 2020

কে বলে - আইয়ুব বাচ্চু - ময়না - আইয়ুব বাচ্চু

কে বলে - আইয়ুব বাচ্চু - ময়না - আইয়ুব বাচ্চু
***
(কে বলে আমি মাতাল) ||
আমি মধ্যরাতে ঘরে ফেরা এক কর্মচারী
শুনেছি আবার হবে নাকি আদম শুমারি
কে বলে আমি মাতাল
***
ভোট আশে ভোট যায়
দিতে গেলে ভোট নাই
ক্ষুদা আছে খাদ্য চায়
পেতে গিয়ে এসবে হারায়
(এইতো জীবন আমার) ||
চলছে সুখেই
কে বলে আমি মাতাল
***
কাজ আছে চাকরি চাই
আশা আছে মামা নাই
সাধ আছে সাধ্য নাই
পেতে গিয়ে এসবে হারায়
(এইতো জীবন আমার) ||
চলছে না পাওয়ারই
(কে বলে আমি মাতাল) ||
(আমি মধ্যরাতে ঘরে ফেরা এক কর্মচারী
শুনেছি আবার হবে নাকি
আদম শুমারি) ||



Uploaded By: Aawvi
Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs


No comments:

Post a Comment