Tuesday, December 31, 2019

ময়না - আইয়ুব বাচ্চু - ময়না - আইয়ুব বাচ্চু

ময়না - আইয়ুব বাচ্চু - ময়না - আইয়ুব বাচ্চু
***
(ময়না এখন আমারই জন্য
রাত্রি জাগে না
কবিতার লাইন চুরি করে
চিঠি লিখে না
সেই ময়না এখন অন্য কারো
সেই ময়না এখন অন্য কারো
আমার কেউ না) ||
***
(পাড়ায় ছিল পাড়াতো বোন
পাশের বাড়ির ময়না
বন্ধু বল সাথি বল তুলনা তার হয়না) ||
(সেই ময়না এখন অন্য কারো) ||
আমার কেউ না
ময়না এখন আমারই জন্য
রাত্রি জাগে না
কবিতার লাইন চুরি করে
চিঠি লিখে না
***
(বলেছিল জীবন সাথি হবে আমার সে
সুখে দুঃখে থাকবো মোরা
প্রেমের বাধনে) ||
(সেই ময়না এখন অন্য কারো) ||
আমার কেউ না
ময়না এখন আমারই জন্য
রাত্রি জাগে না
কবিতার লাইন চুরি করে
চিঠি লিখে না
(সেই ময়না এখন অন্য কারো) ||
আমার কেউ না
(সেই ময়না এখন অন্য কারো
আমার কেহু না) V

Uploaded By: Aawvi
Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment