রাত কত রাত- আইয়ুব বাচ্চু - আধুনিক গান - আইয়ুব বাচ্চু
***
(রাত
কত রাত জানিনা
ভীরু পায়ে তুমি এলে ভুবনে আমার) ||
***
(মায়াময় রাত জোছনার আলো ছড়ানো
তোমারও সুখের মাধুরী চোখে জড়ানো) ||
(পলক পড়ে না তাই
ভীরু পায়ে তুমি এলে ভুবনে আমার) ||
***
(মায়াময় রাত জোছনার আলো ছড়ানো
তোমারও সুখের মাধুরী চোখে জড়ানো) ||
(পলক পড়ে না তাই
ভালোবাসা তুমি যে
আমার) ||
রাত কত রাত জানিনা
ভীরু পায়ে তুমি এলে ভুবনে আমার
রাত কত রাত জানিনা
ভীরু পায়ে তুমি এলে ভুবনে আমার
***
(ঘুমে জাগরণে বারে বারে তুমি এসে
হিয়ারও বাধনে বেধেছো যে হেসে হেসে) ||
(মরেছি তোমার প্রেমে
ভালোবাসা তুমি যে আমার) ||
(রাত কত রাত জানিনা
ভীরু পায়ে তুমি এলে ভুবনে আমার) ||
(ঘুমে জাগরণে বারে বারে তুমি এসে
হিয়ারও বাধনে বেধেছো যে হেসে হেসে) ||
(মরেছি তোমার প্রেমে
ভালোবাসা তুমি যে আমার) ||
(রাত কত রাত জানিনা
ভীরু পায়ে তুমি এলে ভুবনে আমার) ||
Uploaded By: Aawvi
Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment