ব্যাবিলন
জেমস – Screw Drivers - জেমস
***
ব্যাবিলনের ব্যাস্ত পথে হারিয়ে ফেলেছি তোমার পায়ের নুপুর
প্রাচিন সেই শহরের আঙিনা জুরে ছিল মায়াবী দুপুর
***
সোনালী নূপুর পেয়ে যখন তোমাকে দিলাম,
তোমার চোখের গভীর নীলে হারিয়ে গেলাম আমি,
ধন্যবাদে হেসেছিলে সুখের মৌনতায়
তোমার ছবি বেচে আছে ইতিহাসের অলিতে গলিতে স্মৃতির নিরব প্রহরে
***
হারানো অতীতে তোমাকে হারিয়ে ফেলেছি,
সময়ের বুকে কান্না আমার প্রদীপের মত জ্বেলেছি,
আজো তোমাকে খুঁজে ফিরি প্রতিটি প্রাচিন শহরে
ইতিহাসের অলিতে গলিতে স্মৃতির নিরব প্রহরে
***
ব্যাবিলনের ব্যাস্ত পথে হারিয়ে ফেলেছি তোমার পায়ের নুপুর
প্রাচিন সেই শহরের আঙিনা জুরে ছিল মায়াবী দুপুর
ইতিহাসের অলিতে গলিতে স্মৃতির নিরব প্রহরে
Uploaded By: Aawvi
Pls. subscribe to our
YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment