Saturday, December 14, 2019

দেয়াল - জেমস – দেয়াল - জেমস

দেয়াল
জেমসদেয়াল - জেমস
***
মন আমার পাথরের দেয়াল সে এক, যত আঘাত কর সব সহ্য করেই যাবে
মন আমার তুমি যত দুরে যাও, আজীবন তোমাকে ভালবেসে তবু যাবেই
কত ভালবাসা তোমার জন্য রাখা, সে কথা তুমি যদি জানতে
বুক চিরে দেখাতে পারলে, লুকিয়ে চোখ তুমিও কানতে
***
ভালবাসা আমার সুদৃশ্য কাঁচ তো নয়, একটু আঘাতে চূর্ণ সে হবেই
এই ভালবাসা গোলাপের পাপড়ি নয়, একটু বাতাসে ঝরে কেন যাবে ?
এই ভালবাসা গোলাপের পাপড়ি নয়, একটু বাতাসে ঝরে কেন যাবে ?
কত ভালবাসা তোমার জন্য রাখা, সে কথা তুমি যদি জানতে
বুক চিরে দেখাতে পারলে, লুকিয়ে চোখ তুমিও কানতে
***
এই ভালোবাসা গিটারের সুরে বাঁধা, মিলনের সুর সেতো তুলে যাবেই
মনের মিছিল এতো তা ছোট নয় তোমার সামনে শ্লোগান সে দেবেই
মনের মিছিল এতো তা ছোট নয় তোমার সামনে শ্লোগান সে দেবেই
কত ভালবাসা তোমার জন্য রাখা, সে কথা তুমি যদি জানতে
বুক চিরে দেখাতে পারলে, লুকিয়ে চোখ তুমিও কানতে
মন আমার পাথরের দেয়াল সে এক, যত আঘাত কর সব সহ্য করেই যাবে
মন আমার তুমি যত দুরে যাও, আজীবন তোমাকে ভালবেসে তবু যাবেই
কত ভালবাসা তোমার জন্য রাখা, সে কথা তুমি যদি জানতে
বুক চিরে দেখাতে পারলে, লুকিয়ে চোখ তুমিও কানতে


Uploaded By: Aawvi

Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment