Monday, December 9, 2019

নিঝুম - জেমস – জনতা এক্সপ্রেস – জেমস

নিঝুম
জেমসজনতা এক্সপ্রেস জেমস
***
কোথাও কেউ নেই সব নিঝুম
চোখের তারায় নেই এক ফোটা ঘুম
জেগে আছি আমি আর জেগে আছে চাঁদ,
জেগে আছে আরে ঘুমহারা রাত- ঘুমহারা
 জেগে আছে তারাগুলো দূর আকাশে,
মন ভেসে যায় স্মৃতির- স্মৃতির বাতাসে
একদিন এই মনে দিয়েছিলে...টান, একদিন এই মনে রেখেছিলে হাত
***
কোথাও কেউ নেই সব নিঝুম
চোখের তারায় নেই এক ফোটা ঘুম
আরে জেগে আছি আমি আর জেগে আছে চাঁদ,
জেগে আছে জেগে আছে ঘুমহারা রাত- ঘুমহারা
সেই তুমি চলে গেছ দূরে বহু দূরে
সব ভুলে আবার এস ফিরে ফিরে
মন খুলে গাও আবার প্রণয়েরই গান, অন্তরে প্রাণে মনে উঠেছে তুফান
***
এক দিন এই রাতে, কেউ নেই কেউ নেই কেউ নেই কেউ নেই
নিঝুম  - নিঝুম


Uploaded By: Aawvi

Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment