বুকেরও আগুন - আইয়ুব বাচ্চু - আধুনিক গান - আইয়ুব বাচ্চু
***
(বুকেরও
আগুন দিয়ে
আমাকে জ্বালিয়ে তুমি
সুখেরও বাসর গড়েছ
পোড়ানো হৃদয় তাই
সুখেরও বাসর গড়েছ
পোড়ানো হৃদয় তাই
প্রেমেরও প্রদীপ জ্বেলে
রেখেছি) ||
***
(কি হবে জানিনা ভাঙা মন নিয়ে
বেঁচে থেকে বেদনা বয়ে) ||
তবুও তুমি সুখি থাক
আমিতো তোমার
***
(কি হবে জানিনা ভাঙা মন নিয়ে
বেঁচে থেকে বেদনা বয়ে) ||
তবুও তুমি সুখি থাক
আমিতো তোমার
বুকের আগুনে জ্বলে
মরেছি
বুকেরও আগুন দিয়ে
বুকেরও আগুন দিয়ে
আমাকে জ্বালিয়ে তুমি
সুখেরও বাসর গড়েছ
পোড়ানো হৃদয় তাই
সুখেরও বাসর গড়েছ
পোড়ানো হৃদয় তাই
প্রেমেরও প্রদীপ জ্বেলে
রেখেছি
বুকেরও আগুন দিয়ে
বুকেরও আগুন দিয়ে
আমাকে জ্বালিয়ে তুমি
***
(আমার মরণ যদি আলো হয়ে জ্বলে
তাই নিয়ে সুখে থাক সে আলো তোমার) ||
যুগ যুগ গান গেয়ে যাব
আমিতো আমার
(আমার মরণ যদি আলো হয়ে জ্বলে
তাই নিয়ে সুখে থাক সে আলো তোমার) ||
যুগ যুগ গান গেয়ে যাব
আমিতো আমার
মরণ নিজেই খুঁজে
নিয়েছি
বুকেরও আগুন দিয়ে
আমাকে জ্বালিয়ে তুমি
সুখেরও বাসর গড়েছ
পোড়ানো হৃদয় তাই
সুখেরও বাসর গড়েছ
পোড়ানো হৃদয় তাই
প্রেমেরও প্রদীপ জ্বেলে
রেখেছি
বুকেরও আগুন দিয়ে
বুকেরও আগুন দিয়ে
আমাকে জ্বালিয়ে তুমি
সুখেরও বাসর গড়েছ
Uploaded By: Aawvi
Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment