সমাধী
জেমস - পিয়ানো - জেমস
***
ঐ
ওপারের
ডাক
এসে
গেছে
শেষ খেঁয়া বুঝি হবে পাঁড়ি দিতে
তুমি আসনি অভিমানী এই মনে
অভিমান ভেঙ্গে কোন খোঁজ নিতে
(তুমি এসো না ফুল দিতে আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব কিছু পারবো না আমি নিতে) ||
***
অস্তাচলে সূর্য ডুবে গেলে ফিরিয়ে, তাকে কি আনা যায়
ব্যাথার দীর্নতা তোমায় ভাবাবে
বুঝবে একজন ছিল ভালোবাসতো তোমায়
(তুমি এসো না ফুল দিতে আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব কিছু পারবো না আমি নিতে) ||
***
লোনাজলে প্রাণহীন অপ্সরী হয়তো দুচোখ তোমার ভিজে উঠবে
তখন আমি অনেক অনেক দূরে
পৃথিবী তোমার অসহনীয় মনে হবে
(তুমি এসো না ফুল দিতে আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব কিছু পারবো না আমি নিতে) ||
ঐ ওপারের ডাক এসে গেছে
শেষ খেঁয়া বুঝি হবে পাঁড়ি দিতে
তুমি আসনি অভিমানী এই মনে
অভিমান ভেঙ্গে কোন খোঁজ নিতে
(তুমি এসো না ফুল দিতে আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব কিছু পারবো না আমি নিতে) ||
শেষ খেঁয়া বুঝি হবে পাঁড়ি দিতে
তুমি আসনি অভিমানী এই মনে
অভিমান ভেঙ্গে কোন খোঁজ নিতে
(তুমি এসো না ফুল দিতে আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব কিছু পারবো না আমি নিতে) ||
***
অস্তাচলে সূর্য ডুবে গেলে ফিরিয়ে, তাকে কি আনা যায়
ব্যাথার দীর্নতা তোমায় ভাবাবে
বুঝবে একজন ছিল ভালোবাসতো তোমায়
(তুমি এসো না ফুল দিতে আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব কিছু পারবো না আমি নিতে) ||
***
লোনাজলে প্রাণহীন অপ্সরী হয়তো দুচোখ তোমার ভিজে উঠবে
তখন আমি অনেক অনেক দূরে
পৃথিবী তোমার অসহনীয় মনে হবে
(তুমি এসো না ফুল দিতে আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব কিছু পারবো না আমি নিতে) ||
ঐ ওপারের ডাক এসে গেছে
শেষ খেঁয়া বুঝি হবে পাঁড়ি দিতে
তুমি আসনি অভিমানী এই মনে
অভিমান ভেঙ্গে কোন খোঁজ নিতে
(তুমি এসো না ফুল দিতে আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব কিছু পারবো না আমি নিতে) ||
Uploaded By: Aawvi
Pls. subscribe to our
YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:
Post a Comment