কূলহারা
জেমস – তুফান – জেমস
***
আমি ঘরছাড়া বাঁশির ডাকে সন্যাসী হয়েছি
আমি কূলহারা নদীর ডাকে
পানসী ভাসিয়েছি
মনহারা ঐ বাকে তোমায় ভেবে ভেবে আমি উদাসী
আমি খেই হারা মাঠের বাকে তোমায় দেখেছি
আমি তোমারই তালাসে ফেরারী ফেরার
মন বাউলের ডাকে সবকিছু ভুলে পথে নেমেছি
***
দূর থেকে কাছে পথ থেকে পথে দূর অচেনা দেশে বৈরাগীর বেসে
সন্ধানী দুচোখে আড়ালে অলকে খুঁজি তোমাকে
***
মন থেকে মনে বন থেকে বনে ভুলভুলাইয়ার ডাকে মনেরই খেয়ালে
নীল র্নিজনে আকাশে বাতাসে খুঁজি তোমাকে
আমি ঘরছাড়া বাঁশির ডাকে সন্যাসী হয়েছি
আমি কূলহারা নদীর ডাকে পানসী ভাসিয়েছি
মনহারা ঐ বাকে তোমায় ভেবে ভেবে আমি উদাসী
আমি খেই হারা মাঠের বাকে তোমায় দেখেছি
আমি তোমারই তালাসে ফেরারী ফেরার
মন বাউলের ডাকে সবকিছু ভুলে পথে নেমেছি
Uploaded By: Aawvi
Pls. subscribe to our
YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment