Tuesday, December 31, 2019

রক্ত গোলাপ - আইয়ুব বাচ্চু - আধুনিক গান - আইয়ুব বাচ্চু

রক্ত গোলাপ - আইয়ুব বাচ্চু - আধুনিক গান - আইয়ুব বাচ্চু
***
(রক্ত গোলাপ ছিল হৃদয়ে
এখন সেখানে শুনি হাহাকার
বৃষ্টির মতো রক্ত ঝরে
শুনবে সেখানে গান কান্নার) ||
রক্ত গোলাপ ছিল হৃদয়ে
***
(আকাশে কেটে যাওয়া ঘুড়ির মতো
মনে হয় আমি বড় একাকী) ||
অসহায় চোখ নিয়ে চেয়ে দেখি
সুবিশাল আকাশের পারাপার
রক্ত গোলাপ ছিল হৃদয়ে
এখন সেখানে শুনি হাহাকার
বৃষ্টির মতো রক্ত ঝরে
শুনবে সেখানে গান কান্নার
রক্ত গোলাপ ছিল হৃদয়ে
***
(রাতেরও ভূবন জুড়ে ঘুরে ঘুরে
পাড়াগাঁর আমি যেন জোনাকি) ||
বুকেরও আগুন জ্বলে থেকে থেকে
সে আলোকে পথ চলি আঁধারে
(রক্ত গোলাপ ছিল হৃদয়ে
এখন সেখানে শুনি হাহাকার
বৃষ্টির মতো রক্ত ঝরে
শুনবে সেখানে গান কান্নার) ||
রক্ত গোলাপ ছিল হৃদয়ে


Uploaded By: Aawvi
Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment