মাঝে মাঝে
জেমস - বৃহস্পতি - জেমস
***
মাঝে মাঝে নিজেকে, বড় একা লাগে, অতীতের সাথে হয়, কথোপকথন,
মাঝে মাঝে নিজেকে, বড় শূণ্য লাগে,
দাঁড়িয়ে থাকা
দূরের
সাদা
কাফন
ও
থেমে
যায়,
ভেঙ্গে
যায়
জীবনের
কোলাহল
মাঝে মাঝে নিজেকে, বড় একা লাগে, অতীতের সাথে হয়, কথোপকথন,
***
(হৃদয়ের
মাঝে
সিংহাসনে,
রেখেছিলাম
যারে
যতন
করে
ভাবতেই
অবাক
লাগে
যে
বড়,
সে
আছে
আজ
অনেক
দূরে) ||
ও
থেমে
যায়,
ভেঙ্গে
যায়
জীবনের
কোলাহল
মাঝে
মাঝে
নিজেকে,
বড়
একা
লাগে,
অতীতের
সাথে
হয়,
কথোপকথন
***
(আশার
নয়ন
সাগরেতে,
ভাসিয়ে
ছিলাম
যে
সুখের
তরী
জেনেছি
অনেকটা
পথ
এসে,
মিথ্যে
সকল
আয়োজন) ||
ও
থেমে
যায়,
ভেঙ্গে
যায়
জীবনের
কোলাহল
বড় একা লাগে,
কথোপকথন, ও থেমে
যায়,
ভেঙ্গে
যায়
জীবনের
কোলাহল
মাঝে মাঝে নিজেকে, বড় একা লাগে, অতীতের সাথে হয়, কথোপকথন,
Uploaded By: Aawvi
Pls. subscribe to our
YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment