যতটা পথ
জেমস –
Capsule 500mg - জেমস
***
(যতটা পথ তুমি চিনে রেখেছ,
ততটাই পথ আমি চিনে রেখেছি
পারবে কি আমাকে ফেরাতে তুমি) ||
আমি পথেরই মাঝে সবুজ ঘাস
তোমার পায়ে পায়ে জড়িয়ে রব
চোঁরাকাঁটার মত জড়াব আঁচল
পারবে কি আমাকে ফেরাতে তুমি
***
তোমার ঘুমে স্বপ্ন হয়ে আসব কাছে আমি
তোমার সকালে ঘুম ভাঙ্গাব দোয়েলের শিষ হয়ে
এভাবেই সারাক্ষণ থাকব আমি
পারবে কি আমাকে ফেরাতে তুমি
***
চলার পথে ক্লান্ত হলে ছায়া হব তোমার
দু:খ শোকের দীর্ঘশ্বাসে ছোঁব হৃদয় তোমার
আলোকিত আমি আঁধারে তোমার
পারবে আমাকে ফেরাতে তুমি
***
(যতটা পথ তুমি চিনে রেখেছ,
ততটাই পথ আমি চিনে রেখেছি
পারবে কি আমাকে ফেরাতে তুমি) ||
আমি পথেরই মাঝে সবুজ ঘাস
তোমার পায়ে পায়ে জড়িয়ে রব
চোঁরাকাঁটার মত জড়াব আঁচল
পারবে কি আমাকে ফেরাতে তুমি
Uploaded By: Aawvi
Pls. subscribe to our
YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment