যত দূরে যাও
জেমস - তারকা
মেলা - জেমস
***
যতদূরে যাও,
বন্ধু
আমার, মনে রেখ,
ছায়া হয়ে রবো, তোমারই মাঝে
সুর হয়ে যাব বেজে, দুহাতের কঙ্কনে
সুর হয়ে যাব বেজে, দুহাতের কঙ্কনে
মেঘেদের রং নিয়ে, ছুয়ে যাব নীল টিপে
রাতের আঁধার হয়ে, রয়ে যাবো ঐ চুলে, যত দূরে যাও
***
রাতের আঁধার হয়ে, রয়ে যাবো ঐ চুলে, যত দূরে যাও
***
যত সুরে গাও, বন্ধু আমার, যেনে নিও,
জীবনের এই পথে, বেজে যাবো গান হয়ে
প্রভাতের আলো মাঝে, সূর্যের সাথী হয়ে
ধুলোমাখা পথে, মিশে যাবো তোমার মাঝে
হয়ে যাওয়া বাতাসে, মাতাবো এই সুরে, যত সুরে গাও
***
প্রভাতের আলো মাঝে, সূর্যের সাথী হয়ে
ধুলোমাখা পথে, মিশে যাবো তোমার মাঝে
হয়ে যাওয়া বাতাসে, মাতাবো এই সুরে, যত সুরে গাও
***
এঁকেছি ছবি বিষাদের তুলিতে
যতদূরে যাবে তুমি, সাথে রবো আমি
যতদূরে যাবে তুমি, ঐ আমি রবো তোমার পাশাপাশি গো
ও আমি ধুলোমাখা পথে পথে, মিশে যাবো তোমার মাঝে গো
ও আমি বয়ে যাওয়া বাতাসে, মাতাবো এই সুরে,
যতদূরে যাবে তুমি, সাথে রবো আমি
যতদূরে যাবে তুমি, ঐ আমি রবো তোমার পাশাপাশি গো
ও আমি ধুলোমাখা পথে পথে, মিশে যাবো তোমার মাঝে গো
ও আমি বয়ে যাওয়া বাতাসে, মাতাবো এই সুরে,
যত দূরে যাও, যত গান গাও
যতদূরে যাও,
বন্ধু
আমার, মনে রেখ,
ছায়া হয়ে রবো, তোমারই মাঝে
সুর হয়ে যাব বেজে, দুহাতের কঙ্কনে
সুর হয়ে যাব বেজে, দুহাতের কঙ্কনে
মেঘেদের রং নিয়ে, ছুয়ে যাব নীল টিপে
রাতের আঁধার হয়ে, রয়ে যাবো ঐ চুলে,
রাতের আঁধার হয়ে, রয়ে যাবো ঐ চুলে,
যত দূরে চলে যাও মনে রেখো ছায়া
হয়ে রব,
বন্ধু
আমার মনে রেখো ছায়া হয়ে রব
Uploaded By: Aawvi
Pls. subscribe to our
YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:
Post a Comment