Tuesday, December 31, 2019

অলস দুপুরে- আইয়ুব বাচ্চু - আধুনিক গান - আইয়ুব বাচ্চু

অলস দুপুরে- আইয়ুব বাচ্চু - আধুনিক গান - আইয়ুব বাচ্চু
***
(অলস দুপুরে উঠোন জুড়ে
কৃষ্ণচূড়ার ছায়ায়
মন আমার ওগো মন আমার
কোথায় জানি হারায়
কোথায় জানি হারায়) ||
***
(অজানা কত গল্প কথায়
দাদুর কাছে শুনে) ||
রূপ কথারই রাজ্যে সবই
হারাতাম মনে মনে
মন আমার ওগো মন আমার
(কোথায় জানি হারায়) ||
***
(পুরানো সব গানের কথা
ভীর করে মনে) ||
কত দিনের কত ছবি
রয়েছে গাথা প্রাণে
মন আমার ওগো মন আমার
(কোথায় জানি হারায়) ||
অলস দুপুরে উঠোন জুড়ে
কৃষ্ণচূড়ার ছায়ায়
মন আমার ওগো মন আমার
(কোথায় জানি হারায়) IV


Uploaded By: Aawvi
Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment