চির হরিৎ
জেমস - ধুন - জেমস
***
সহসায় নেমে পরে,
অরণ্যের
গভীরতা,
ঘুম টুটে যায়, চোখের সবুজ রাতে, যতদূর দৃষ্টি যায়
চিরহরিৎ চিরহরিৎ, চিরহরিৎ চিরহরিৎ
***
(আশাবাদী রাতের, চোখে বনানীর মুগ্ধতা) ||
পথ হেটে যায় সবুজ কার্পেট জুড়ে, যতদূর দৃষ্টি যায়
চিরহরিৎ চিরহরিৎ, চিরহরিৎ চিরহরিৎ
***
(প্রবাসী গাছের ডালে, কিছু আলোক লতা) ||
বুকে হেটে যায়, মনের শেষ বাগানে, যতদূর দৃষ্টি যায়
চিরহরিৎ চিরহরিৎ, চিরহরিৎ চিরহরিৎ
***
(সহসায় নেমে পরে, অরণ্যের গভীরতা) ||
ঘুম টুটে যায়, চোখের সবুজ রাতে, যতদূর দৃষ্টি যায়
চিরহরিৎ চিরহরিৎ চিরহরিৎ, চিরহরিৎ
Uploaded By: Aawvi
Pls. subscribe to our
YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment