Thursday, December 12, 2019

কতটা কষ্টে আছি - জেমস – Capsule 500mg - জেমস

কতটা কষ্টে আছি
জেমস – Capsule 500mg - জেমস  
***
(কখনও কোন পথের মাঝে দেখা হয়ে যায় যদি) ||
জানতে চেওনা আমি কেমন আছি
আমাকে দেখে তুমি বুঝে নিও
কত কষ্টে আছি, কত কষ্টে আছি, কত কষ্টে আছি, কত কষ্টে কষ্টে
 ***
এই চোখের জলে সাগরটা ব্যাথা পেয়ে
হয়ে গেছে বড় বেশি লোনা,
রক্তক্ষরণে বুকটাতে এত ক্ষত জমে গেছে
এই বুকটাকে আর যায়না যে চেনা
কত কষ্টে আছি, কত কষ্টে আছি, কত কষ্টে আছি, কত কষ্টে কষ্টে
***
ঝড়ো বাতাসে মোম জ্বলে জ্বলে শেষ হয়ে যায়
বাঁচার পথকি কভু  খুঁজে নিতে চায়
আমার দুচোখ শুধু আঁধারের রুপ দেখে
নি:শেষ হয়ে শেষ খুঁজে তুমি কোথায়
কত কষ্টে আছি, কত কষ্টে আছি, কত কষ্টে আছি, কত কষ্টে কষ্টে

(কখনও কোন পথের মাঝে দেখা হয়ে যায় যদি) ||
জানতে চেওনা আমি কেমন আছি
আমাকে দেখে তুমি বুঝে নিও
কত কষ্টে আছি, কত কষ্টে আছি, কত কষ্টে আছি, কত কষ্টে কষ্টে
কত কষ্টে আছি, কত কষ্টে আছি, কত কষ্টে আছি, কত কষ্টে কষ্টে


Uploaded By: Aawvi

Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment