Tuesday, December 31, 2019

চলে যাব একদিন - আইয়ুব বাচ্চু - আধুনিক গান - আইয়ুব বাচ্চু

চলে যাব একদিন - আইয়ুব বাচ্চু - আধুনিক গান - আইয়ুব বাচ্চু
***
(চলে যাব একদিন আমি
দূর কোথাও দুরেই) ||
ব্যাথা যদি পাও তুমি
ক্ষমা করে ভুলো মোরে
(চলে যাব একদিন আমি
দূর কোথাও দুরেই) ||
***
(আনমনে গাইবে না
এক মনে শুনব না) ||
না বলা কথাটা আর বলা হবে না
(চলে যাব একদিন আমি
দূর কোথাও দুরেই) ||
ব্যাথা যদি পাও তুমি
***
(কোলাহলে থাকবো না
জানি কেউ মনে রাখবে না) ||
কেউ মনে রাখে না সৃতি নিয়ে ভাবে না
(চলে যাব একদিন আমি
দূর কোথাও দুরেই) ||
ব্যাথা যদি পাও তুমি
ক্ষমা করে ভুলো মোরে
(চলে যাব একদিন আমি
দূর কোথাও দুরেই) ||


Uploaded By: Aawvi
Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment