প্রেম যমুনার জলে
জেমস - পাগলা হাওয়া - জেমস
***
আমি ভাসবো যেই স্রোতে, তোমায় ভাসাবো সেই স্রোতে
আমি ডুববো যে জলে, তোমায় ডোবাবো সেই জলে
আমি ভাসবো যেই স্রোতে, তোমায় ভাসাবো সেই স্রোতে
ডুববো যে জলে, তোমায় ডোবাবো সেই জলে
(একটি নাওয়ে দুইটি পাখি প্রেম যমুনার কূলে,
হাওয়ায় হাওয়ায় উড়বো দুজন দুঃখ ব্যথা ভুলে) ||
পুড়বো যে আগুনে, তুমি পুড়বে সে আগুনে
আমি উড়বো যে বাতাসে, তুমি উড়বে সে বাতাসে
(একটি নাওয়ে দুইটি পাখি প্রেম যমুনার কূলে,
হাওয়ায় হাওয়ায় উড়বো দুজন দুঃখ ব্যথা ভুলে) ||
ভাসবো, ডুববো,
স্রোতে স্রোতে,
জলে জলে
***
যে স্বপ্ন দেখবো আমি, সেই স্বপ্ন দেখবে তুমি
যে ঘর বাঁধবো আমি সে ঘরে থাকবে তুমি
আমি কাঁদবো যে দুঃখে তোমায় কাঁদাবো সেই দুঃখে
আমি হাসবো
যে সুখে তোমায় হাসবো সেই সুখে
(একটি নাওয়ে দুইটি পাখি প্রেম যমুনার কূলে
হাওয়ায় হাওয়ায় উড়বো দুজন দুঃখ ব্যথা ভুলে) ||
আমি ভাসবো যেই স্রোতে তোমায় ভাসাবো সেই স্রোতে
আমি ডুববো যে জলে তোমায় ডোবাবো সেই জলে
আরে ডুববো যে জলে তোমায় ডোবাবো সেই জলে
ভাসবো যেই স্রোতে তোমায় ভাসাবো সেই স্রোতে
(একটি নাওয়ে দুইটি পাখি প্রেম যমুনার কূলে
হাওয়ায় হাওয়ায় উড়বো দুজন দুঃখ ব্যথা ভুলে) ||
(প্রেম
যমুনার কূলে কূলে হাওয়ায় উড়বো দুজন দুঃখ ব্যথা ভুলে)
||
Uploaded By: Aawvi
Pls. subscribe to our
YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment