ভালোবেসে চলে যেওনা
জেমস - বিতৃষ্ণা জীবনে আমার - জেমস
***
ভালবেসে চলে যেও না, ভালবেসে চলে যেতে নেই
পথ ছেড়ে যেতে পার দূরে
অভিমানে দেবে পারি পুরোটা সাগর
ঢেউয়ে ঢেউয়ে গোধূলিতে সেও ফিরে ফিরে
জোস্নার দীপালীতে ব্যাথা গুলো... জোস্নার দীপালীতে ব্যাথা গুলো...
মুছে গেছে আর যেন নেই নেই, মুছে গেছে আর যেন ব্যাথা নেই
ভালবেসে চলে যেও না, ভালবেসে চলে যেতে নেই
***
সবুজের কাছে সমঝতা ছিঁড়ে এসেছিলো ঝড়
শাখা প্রশাখার সাথে ঝরে গেছে অবুজ পাতা
তবু শেকড়ের মায়া জালে রয়ে গেছে সে, রয়ে গেছে সে
সূর্যের আদরে ব্যাথা গুলো... সূর্যের আদরে ব্যাথা গুলো...
মুছে গেছে আর যেন নেই নেই, মুছে গেছে আর যেন ব্যাথা নেই
ভালবেসে চলে যেও না, ভালবেসে চলে যেতে নেই
***
সেই বয়ে যাওয়া সাগরে ঝরে যাওয়া সবুজে... প্রেম ছুঁয়ে
পাখিদের ডানায় ভেসে ফিরে আস... ফিরে আস... যেখানে তোমার আমি সেই
ভালবেসে চলে যেও না, ভালবেসে চলে যেতে নেই
পথ ছেড়ে যেতে পার দূরে অভিমানে দেবে পারি পুরোটা সাগর
ঢেউয়ে ঢেউয়ে গোধূলিতে সেও ফিরে ফিরে
জোস্নার দীপালীতে ব্যাথা গুলো... জোস্নার দীপালীতে ব্যাথা গুলো...
মুছে গেছে আর যেন নেই নেই মুছে গেছে আর যেন ব্যাথা নেই
ভালবেসে চলে যেও না, ভালবেসে চলে যেতে নেই
Uploaded By: Aawvi
Pls. subscribe to our
YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment