Monday, December 16, 2019

তের নদী সাত সমুদ্দুর - জেমস - বৃহস্পতি - জেমস

তের নদী সাত সমুদ্দুর
জেমস - বৃহস্পতি - জেমস
***
(যেখানেই থাক তুমি যাও যতদূর, সেখানে পৌঁছে যাবে আমার সুর) ||
এই গান পাড়ি দেবে প্রয়োজনে, (তের নদী সাত সমুদ্দুর) ||
***
(মেঘের বারণ ভুলে, যেখানে তোমার চুলে, খেলা করে এখনো দুপুর) ||
সেখানে পৌঁছে যাবে আমার সুর,
এই গান পাড়ি দেবে প্রয়োজনে, (তের নদী সাত সমুদ্দুর) ||
***
(যেখানে গভীর রাতে, হাতের পরশে হাতে, চুড়ি বাঁজে ঝানাঝানাঝুর) ||
সেখানে পৌঁছে যাবে আমার সুর,
এই গান পাড়ি দেবে প্রয়োজনে, (তের নদী সাত সমুদ্দুর) ||
(যেখানেই থাক তুমি যাও যতদূর, সেখানে পৌঁছে যাবে আমার সুর) ||
এই গান পাড়ি দেবে প্রয়োজনে, (তের নদী সাত সমুদ্দুর) ||


Uploaded By: Aawvi

Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment