শেষ রাতে ডাক্তার - এল আর বি - ২ - টুটুল
***
{শেষ রাতে ডাক্তার
কথা দিলো তবু এলো না
(জীবনের কাঁটা ছেঁড়া
হলো না তো করা হলো না) ||} ||
***
(এখন আমার কিছু আর বাকী নেই
অতীত কখনো ছিলো না
অস্থির রক্তে জেগে থাকা সময়েরা
দিলো না কিছু দিলো না) ||
(সুখের পাখিরা ডেকে ফিরে যায়
জানিনাতো তার ঠিকানা) ||
***
(পাথরের চাপা পরা নীল নখ সাড়া গায়ে
এমন কখনো ছিলো না
বিষাদের ঘুন পোকা কুরে কুরে খেয়া যায়
মেটে না তৃষ্ণা মেটে না) ||
(সুখের পাখিরা ডেকে ফিরে যায়
জানিনাতো তার ঠিকানা) ||
হলো না তো করা হলো না) ||} ||
***
(এখন আমার কিছু আর বাকী নেই
অতীত কখনো ছিলো না
অস্থির রক্তে জেগে থাকা সময়েরা
দিলো না কিছু দিলো না) ||
(সুখের পাখিরা ডেকে ফিরে যায়
জানিনাতো তার ঠিকানা) ||
***
(পাথরের চাপা পরা নীল নখ সাড়া গায়ে
এমন কখনো ছিলো না
বিষাদের ঘুন পোকা কুরে কুরে খেয়া যায়
মেটে না তৃষ্ণা মেটে না) ||
(সুখের পাখিরা ডেকে ফিরে যায়
জানিনাতো তার ঠিকানা) ||
শেষ রাতে ডাক্তার
কথা দিলো তবু এলো না
(জীবনের কাঁটা ছেঁড়াহলো না তো করা হলো না) ||
Uploaded By:
Aawvi
Pls.
subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment