Wednesday, January 1, 2020

মা - এল আর বি - ২ - টুটুল

মা - এল আর বি - - টুটুল
***
মা, আমার মা
আমায় নাওনা তোমার আঁচল তলে
পৃথিবির যত সুখ যত ভালবাসা
সবই তোমার বাকী মিছে আশা
(মা, মা, আমার মা, মা) ||
***
(ছোট্ট বেলায় যখন তুমি
রাখতে মা বুকে চেপে
কতই মধুর লাগতো মাগো
আজও প্রাণে জাগে) ||
আমায় নাওনা মাগো
নাওনা তোমার আঁচল তলে
(মা, মা, আমার মা, মা) ||
***
(আমি না হয় ভেঙ্গেছি
তোমার আশা ভরসা
আমি না হয় তোমার
হৃদয়ে ব্যথা দিয়েছি) ||
তাই বলে কি তুমি
চলে যাবে আমায় একা ফেলে
(মা, মা, আমার মা, মা) ||
***
মা, আমার মা
আমায় নাওনা তোমার আঁচল তলে
পৃথিবির যত সুখ যত ভালবাসা
সবই তোমার বাকী মিছে আশা
(মা, মা, আমার মা, মা) ||


Uploaded By: Aawvi
Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment