জীবনের মানে - এল আর বি - ২ - আইয়ুব বাচ্চু
***
(জীবনের
মানে আমি পাইনিতো
খুজে
আমার এ দুচোখ তাই অভিধান খোঁজে
আমি সারাদিন যারে কাছে পাই
জানতে চেয়েও পাইনা জবাব
আমার এ দুচোখ তাই অভিধান খোঁজে
আমি সারাদিন যারে কাছে পাই
জানতে চেয়েও পাইনা জবাব
ফিরে চলে যাই) ||
***
একদিন দেখা হলো সময়ের সাথে
একটি প্রশ্ন আমি রেখেছি তারে
আমায় আড়ালে রেখে বলল মানুষ
ফেলে আসা ক্ষণ ছাড়া সবই তো জীবন
***
একদিন দেখা হলো মৃত্যুর সাথে
একই প্রশ্ন আমি রেখেছি তারে
***
একদিন দেখা হলো সময়ের সাথে
একটি প্রশ্ন আমি রেখেছি তারে
আমায় আড়ালে রেখে বলল মানুষ
ফেলে আসা ক্ষণ ছাড়া সবই তো জীবন
***
একদিন দেখা হলো মৃত্যুর সাথে
একই প্রশ্ন আমি রেখেছি তারে
আমায় জড়িয়ে ধরে
বলেছিল সে
আমি ছাড়া বাকী সব জীবনের মানে
আমি ছাড়া বাকী সব জীবনের মানে
Uploaded By:
Aawvi
Pls.
subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment