Saturday, January 4, 2020

বহুদূরে - এল আর বি - তবুও - আইয়ুব বাচ্চু

বহুদূরে - এল আর বি - তবুও - আইয়ুব বাচ্চু
***
{আমার চাওয়া পাওয়া সব গেছে ফুঁড়িয়ে
ভুলগুলি গেছে সীমা ছাড়িয়ে
ঐযে মরণ ঐযে মরণ আমায় ডাকছে
আমি বাঁচতে চাইনা এই পৃথিবীতে
(আমি চলে যেতে চাই) || বহুদূরে
(আমি চলে যেতে চাই) || বহুদূরে} ||
***
(মন ভেঙে গেছে সেই কবে
আমি বলতে চাইনা কিভাবে
আশাগুলো উড়ে চলে গেছে
শুধু এই আমি পড়ে আছি) ||
আমার যত চাওয়া তোমায় ঘিরে
আমার যত পাওয়া তোমায় নিয়ে
আঘাতে আঘাতে আমি নিঃশেষ হয়ে গেছি
এই......আমি...
{(আমি চলে যেতে চাই) || বহুদূরে} ||
***
(স্বপনেও আমি কখনও ভাবিনি
এতো দুঃখ পাব ভালবেসে
কত সুখের দিন পেড়িয়ে
ভুল বুঝে নিলে আমাকে) ||
আমার যত চাওয়া তোমায় ঘিরে
আমার যত পাওয়া তোমায় নিয়ে
আঘাতে আঘাতে আমি নিঃশেষ হয়ে গেছি
এই......আমি...
{(আমি চলে যেতে চাই) || বহুদূরে} ||
আমার চাওয়া পাওয়া সব গেছে ফুঁড়িয়ে
ভুলগুলি গেছে সীমা ছাড়িয়ে
ঐযে মরণ ঐযে মরণ আমায় ডাকছে
আমি বাঁচতে চাইনা এই পৃথিবীতে
 (আমি চলে যেতে চাই) || বহুদূরে} |V


Uploaded By: Aawvi
Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment