Saturday, January 4, 2020

তোমাকে চেয়েছি - এল আর বি - তবুও - টুটুল

তোমাকে চেয়েছি - এল আর বি - তবুও - টুটুল
***
আমি স্বপ্নের কাছে হার মেনেছি
আমি ইচ্ছের কাছে হার মেনেছি
(তাই তোমাকে চেয়েছি) IV
(তোমাকে চেয়েছি) |||
***
আমি স্বপ্নের কাছে হার মেনেছি
আমি ইচ্ছের কাছে হার মেনেছি
(তাই তোমাকে চেয়েছি) IV
(তোমাকে চেয়েছি) |||
***
আমি রাত জুড়ে তারাদের সাথে ছিলাম
আর বাতাসের সাথে কথা বলে ছিলাম
তবু মন যেন আরও কিছু চেয়েছিল
তোমাকে খুব শুধু খুঁজে ছিল
(তাই তোমাকে চেয়েছি) IV
(তোমাকে চেয়েছি) |||
***
আমি ঝর্ণার বয়ে যাওয়া দেখেছি বসে
জোছনা ছুঁয়েছিল ভালবেসে
আমি মুগ্ধচোখে শুধু চেয়েছিলাম
তোমাকেই খুব চেয়েছিলাম
(তাই তোমাকে চেয়েছি) IV
(তোমাকে চেয়েছি) |||
***
(তাই তোমাকে চেয়েছি) IV
(তোমাকে চেয়েছি) |||
তোমাকে তোমাকে চেয়েছি


Uploaded By: Aawvi
Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment