ঝর্ণা থেকে নদী
ফিলিংস - স্টেশন
রোড - জেমস
***
ঝরণা থেকে নদী বয়ে চলে যায় বহুদূরে, মন থেকে প্রেম বয়ে চলে হৃদয় গভীরে
***
(ফিরে চলে মাঝিরা গান করে, অলস দুপুরে ঘরে ফিরতে) ||
(সানাইয়ের সুরে সুরে চলে গেলে ফিরে এলেনা) ||
***
(ভাল লাগে বাউলের গান শুনে, ভোরে কুয়াশায় ঘরে ফিরতে) ||
(তোমাকে খুঁজে ফেরে এ দুটি চোখ সারাবেলা) ||
ঝরণা থেকে নদী বয়ে চলে যায় বহুদূরে, মন থেকে প্রেম বয়ে চলে হৃদয় গভীরে
Uploaded By: Aawvi
Pls. subscribe to our YouTube Channel
www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment