Monday, December 2, 2019

রাতের ট্রেন - জেমস – অনন্যা - জেমস


রাতের ট্রেন
জেমস অনন্যা - জেমস

***

(ছুটছে রাতের ট্রেন নিঝুম আঁধারে, যাত্রীরা সব ঘুমে, আমি জেগে) ||

***

নীলা হঠাৎ করে ছিঁড়েছে অটুট বাঁধন, বুকে জেগেছে অনেক ক্রন্দন

নীলা ক্ষমা কর আমাকে চলেছি অন্য এক শহরে

ছুটছে রাতের ট্রেন নিঝুম আঁধারে

***

নীলা কেমন করে ভুলব অবুঝ স্মৃতি, আজো হৃদয়ে ছিল প্রীতি

নীলা ক্ষমা কর আমাকে চলেছি অন্য এক শহরে

(ছুটছে রাতের ট্রেন নিঝুম আঁধারে, যাত্রীরা সব ঘুমে, আমি জেগে) ||


Uploaded By: Aawvi

Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment