Monday, December 2, 2019

টেলিফোন - জেমস – অনন্যা - জেমস


টেলিফোন
জেমস অনন্যা - জেমস

***

আমার প্রতিটি মুহুর্ত কাটে তোমার টেলিফোনের অপেক্ষায়

কি দ্বিধায় ডায়াল কর না তুমি সময় কাটেনা প্রতিক্ষায়

টেলিফোন! টেলিফোন! বেজে উঠো, (হ্যালো! হ্যালো! বল ভালো আছো তো?) ||

***

হৃদয় আমার হয়েছে ফাঁকা মাঝ রাতের মত বিষণ্ণ, অবসন্ন

বুকের মাঝে শুন্যতা কাঁদে নিঃশব্দে নিরবে...

টেলিফোন! টেলিফোন! বেজে উঠো, (হ্যালো! হ্যালো! বল ভালো আছো তো?) ||

***

নিঝুম রাতে প্রহর জুড়ে একা জাগার ব্যথা কাঁদায় অসহায়

আধাঁর ঘরে নিরবে টেলিফোন ঘুমায়...

টেলিফোন! টেলিফোন! বেজে উঠো, (হ্যালো! হ্যালো! বল ভালো আছো তো?) ||

আমার প্রতিটি মুহুর্ত কাটে তোমার টেলিফোনের অপেক্ষায়

কি দ্বিধায় ডায়াল কর না তুমি সময় কাটেনা প্রতিক্ষায়

টেলিফোন! টেলিফোন! বেজে উঠো,

(হ্যালো! হ্যালো! বল ভালো আছো তো?) |V


Uploaded By: Aawvi

Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment