Monday, December 2, 2019

পেশাদার খুনী - ফিলিংস - জেল থেকে বলছি – জেমস


পেশাদার খুনী
ফিলিংস - জেল থেকে বলছি জেমস

***

আঁধারের বুক চিরে আততায়ী অশুভ ছায়ার মত নেমে আসে জনপদে

নেই অভিবেক্তি চোখে মুখে রক্ত হিম করা সাহস বুকে জেগে আছে

হাজার লোকের ভিড়ে সে অতিসাধারন এক ব্যক্তি জেগে থাকে

শীত শীত নিস্পাপ চোখটা পেশাদার খুনী সেই লোকটা পেশাদার খুনীটা

***

সিগারেটে দম দিয়ে টান টান পেশিতে সুখে সুখে টার্গেট খুঁজে নেয় সে

(রাতের আঁধারে আততায়ী হয়ে আঘাতের জায়গাটা বুঝে নেয় সে

ভয় পাওয়া মানুষের শুনে শেষ চিৎকার নিথর পাথর ) ||

তবু টলেনি... (অমানুষীক বিভিষিকা খবরের পাতা জুড়ে) ||

শীতল চোখের সেই কপাল পোড়া নিস্পাপ চোখের কপাল পোড়া

সর্বনাশা সেই খুনীটা

***

সিগারেটে দম দিয়ে টান টান পেশিতে সুখে সুখে টার্গেট খুঁজে নেয় সে

(বাম হাতে টাকা পেলে ডানহাতে কিনে নেয়া মৃত্যু ছিনে আনে

প্রয়োজনে লোকটা হঠাৎ হয়ে যায় হিংস্র,সর্বনাশা ) ||

(অমানুষীক বিভিষিকা খবরের পাতা জুড়ে) ||

শীতল চোখের সেই কপাল পোড়া নিস্পাপ চোখের কপাল পোড়া

সর্বনাশা সেই খুনীটা
***

আঁধারের বুক চিরে আততায়ী অশুভ ছায়ার মত নেমে আসে জনপদে

নেই অভিবেক্তি চোখে মুখে রক্ত হিম করা সাহস বুকে জেগে আছে

হাজার লোকের ভিড়ে সে অতিসাধারন এক ব্যক্তি জেগে থাকে

শীত শীত নিস্পাপ চোখটা পেশাদার খুনী সেই লোকটা পেশাদার খুনীটা


Uploaded By: Aawvi

Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

No comments:

Post a Comment