পত্র দিও
জেমস – ঠিক আছে বন্ধু – জেমস
***
(যেখানেই থাকো,
যেভাবেই থাকো)
||
ছন্নছাড়া দুঃখের ভোরে, এক চিলতে রোদের ভিড়ে
পত্র দিও... পত্র দিও... পত্র দিও ...নিজের প্রতি যত্ন নিও... যত্ন নিও...
ছন্নছাড়া দুঃখের ভোরে, এক চিলতে রোদের ভিড়ে
পত্র দিও... পত্র দিও... পত্র দিও ...নিজের প্রতি যত্ন নিও... যত্ন নিও...
***
দুপুর
বেলার
আলসেমিতে, পুরনো দিনের
ভাবনা
এলে
তুখোড় কোন গল্পের ফাঁকে, মনে পরে গেলে এই আমাকে
ছন্নছাড়া দুঃখের ভোরে, এক চিলতে রোদের ভিড়ে
পত্র দিও... পত্র দিও... পত্র দিও...নিজের প্রতি যত্ন নিও... যত্ন নিও...
তুখোড় কোন গল্পের ফাঁকে, মনে পরে গেলে এই আমাকে
ছন্নছাড়া দুঃখের ভোরে, এক চিলতে রোদের ভিড়ে
পত্র দিও... পত্র দিও... পত্র দিও...নিজের প্রতি যত্ন নিও... যত্ন নিও...
***
বৃষ্টির রাতে
একলা
ঘরে, ভেজা হাওয়ার
পরশ
পেয়ে
ঘুম ভেঙ্গে উঠে উদাসী হলে, মনে পরে গেলে এই আমাকে
ছন্নছাড়া দুঃখের ভোরে, এক চিলতে রোদের ভিড়ে
পত্র দিও... পত্র দিও... পত্র দিও...নিজের প্রতি যত্ন নিও... যত্ন নিও...
ঘুম ভেঙ্গে উঠে উদাসী হলে, মনে পরে গেলে এই আমাকে
ছন্নছাড়া দুঃখের ভোরে, এক চিলতে রোদের ভিড়ে
পত্র দিও... পত্র দিও... পত্র দিও...নিজের প্রতি যত্ন নিও... যত্ন নিও...
(যেখানেই থাকো,
যেভাবেই থাকো)
||
ছন্নছাড়া দুঃখের ভোরে, এক চিলতে রোদের ভিড়ে...
নিজের প্রতি যত্ন নিও...
ছন্নছাড়া দুঃখের ভোরে, এক চিলতে রোদের ভিড়ে...
নিজের প্রতি যত্ন নিও...
Uploaded By: Aawvi
Pls. subscribe to our
YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment