এপিটাফ
জেমস – ঠিক আছে বন্ধু – জেমস
***
যেদিন বন্ধু চলে যাবো, চলে যাবো বহু দুরে
ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও আমায়
(মনে রেখো কেবল একজন ছিল, ভালবাসতো শুধুই
তোমাদের) ||
***
(চোরা সুরের টানেরে বন্ধু মনে যদি উঠে টান
গানে গানে রেখো মনে ভুলে যেও অভিমান)
||
(মনে রেখো কেবল একজন ছিল, ভালবাসতো শুধুই
তোমাদের) ||
***
(ভরা নদীর বাকেঁ রে বন্ধু ঢেউ-এ ঢেউ-এ তোলে
গান
চলে যেতে হবে ভেবে কেদে উঠে মন-প্রান)
||
(মনে রেখো কেবল একজন ছিল, ভালবাসতো শুধুই
তোমাদের) ||
যেদিন বন্ধু চলে যাবো, চলে যাবো চলে যাবো
বহু দুরে
ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও
(মনে রেখো কেবল একজন ছিল, ভালবাসতো শুধুই
তোমাদের) ||
মনে রেখো মনে রেখো কেবল একজন ছিল,
ভালবাসতো শুধুই তোমাদের
মনে রেখো মনে রেখো কেবল, ভালবাসতো শুধুই
তোমাদের
মনে রেখো কেবল একজন ছিল, ভালবাসতো শুধুই
তোমাদের
Uploaded By: Aawvi
Pls. subscribe to our
YouTube Channel www.youtube.com/AawvisSongs
No comments:
Post a Comment