Tuesday, December 3, 2019

একটি প্রেম দাও - ফিলিংস - নগর বাউল – জেমস


একটি প্রেম দাও
ফিলিংস - নগর বাউল জেমস
***
বাগানে উজাড় প্রেমের
নিঃসঙ্গ একটি ফুল
আজো জেগে আছে
শুধু তোমার জন্য
একটা প্রেম দাও নীল আকাশের মত 
সাগরের মত বিশাল
বেহিসেবি মাতাল
***
বন্ধুর পথে পথে
হেটে হেটে ক্লান্ত পথিক
নোঙর ফেলে অজানায়
বড় বিষণ্ণ একাকী
একটা প্রেম দাও
সাগরের মত বিশাল
বেহিসেবি মাতাল
***
একফোঁটা জল চেয়ে
চাতক পাখির মত
তৃষ্ণার্ত আমি বহুদিন
বড় নিঃস্ব স্বপ্নহীন
একটা প্রেম দাও বেহিসেবি মাতাল
***
একটা প্রেম দাও নীল আকাশের মত  
সাগরের মত বিশাল বেহিসেবি মাতাল  
বেহিসেবি মাতাল বেহিসেবি মাতাল


Uploaded By: Aawvi


Pls. subscribe to our YouTube Channel www.youtube.com/AawvisSongs

 


No comments:

Post a Comment